IQNA

ইমাম হুসাইন (আ.) বিশ্বের মুসলমানদের আদর্শ

23:55 - October 21, 2015
সংবাদ: 3391467
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানের সংসদ সদস্য বলেছেন: “ইমাম হুসাইন (আ.) বিশ্বের মুসলমানদের আদর্শ”।

ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানের সংসদ সদস্য সমবেদনা জ্ঞাপন করে বলেছেন:  “ইমাম হুসাইন (আ.) বিশ্বের মুসলমানদের আদর্শ”।
আফগানিস্তানের সংসদের (সিনেট) একমাত্র অমুসলিম সদস্য আনারকলি হুনারিয়া বিশ্বের সকল মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সেদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, আশুরার দিন পর্যন্ত যেন, শিয়া মুসলমানেরা নিরাপত্তার মধ্যে আজাদারি করতে পারে।
আফগানিস্তানের অপর এক সংসদ সদস্য সামি ফয়সাল বলেছেন: ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের সমবেদনা জ্ঞাপন করছি। ইসলামি ইতিহাসে ইমাম হুসাইন (আ.)এর শহিদের ঘটনাটি বিশেষ স্থান দখল করেছে, যা কখনোই মুছে যাবে না।
3390858
 

captcha