IQNA

সৌদি আরবের মিডিয়ার দাবী;

মিনা দুর্ঘটনায় নিহত হাজির সংখ্যা ৭,৪৭৭

23:53 - October 22, 2015
সংবাদ: 3392772
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের সময় সৌদি আরবের মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নতুন এক নথিতে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে- নিহত ১,৫০৮ জন হাজির পরিচয় পাওয়া যায় নি।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নথিতে আরো বলা হয়েছে- নিহত সৌদি হাজির সংখ্যা হচ্ছে ১,৫২৮। তবে এখনো পর্যন্ত সৌদি আরব নিজেদের কোনো হাজির মৃত্যুর কথা ঘোষণা করে নি।
গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ের চাপে বহু হাজি নিহত হয়। এর দুদিন পর সৌদি সরকার ৭৬৯ জন হাজি নিহত হওয়ার কথা ঘোষণা করে। তবে পরে পশ্চিমা গণমাধ্যমসহ বিভিন্ন দেশের সরকার মৃতের সংখ্যা বেশি বলে খবর দিলেও আজ পর্যন্ত সৌদি সে সংখ্যা আর বাড়ায় নি।
3386368
 

captcha