IQNA

ক্রোধের আগুন থেকে কিভাবে নিরাপদ থাকবেন?

23:56 - October 22, 2015
সংবাদ: 3392774
আন্তর্জাতিক বিভাগ: ক্রোধ ভয়ানক আগুন যা মানুষকে যে কোন বিপদের দিকে ঠেলে দিতে পারে। যেভাবে আগুন সাজান একটি বাগানকে ভস্মিভূত করে, সেভাবে ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। তাই ইসলামে ক্রোধ থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা পানাহিয়ান মহররমের এক শোকানুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মানুষ দুনিয়ার প্রতি যখন মোহচ্ছন্ন হয়, তখন সে ক্রোধের শিকার হয়। পার্থিব চাহিদা মানুষকে দুনিয়ার প্রতি মোহচ্ছন্ন করে; আর মানুষ যখন এ মোহে লিপ্ত হয়, তখন তার মধ্যে লোভ, হিংসা ও ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে এবং রাগি মানুষ কখনও কারও সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে না।
তিনি ক্রোধ থেকে রক্ষার অন্যতম উপায় সম্পকে বলেন: আল্লাহ স্বরণ এবং আহলে বাইতের (আ.) প্রতি মহব্বত মানুষকে ক্রোধের আগুন থেকে নিরাপদ রাখতে পারে। রাসূল (সা.) এ সম্পর্কে আমিরুল মু'মিনিন আলীকে (আ.) বলেন যে, হে আলী! কখনও রাগন্বিত হবে না। আর যদি তোমার মধ্যে ক্রোধ আসে, তাহলে শান্ত হয়ে আল্লাহকে স্বরণ করবে। তাহলে ক্রোধ নির্বাপিত হবে।
3386369
 

captcha