
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা পানাহিয়ান মহররমের এক শোকানুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মানুষ দুনিয়ার প্রতি যখন মোহচ্ছন্ন হয়, তখন সে ক্রোধের শিকার হয়। পার্থিব চাহিদা মানুষকে দুনিয়ার প্রতি মোহচ্ছন্ন করে; আর মানুষ যখন এ মোহে লিপ্ত হয়, তখন তার মধ্যে লোভ, হিংসা ও ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে এবং রাগি মানুষ কখনও কারও সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে না।
তিনি ক্রোধ থেকে রক্ষার অন্যতম উপায় সম্পকে বলেন: আল্লাহ স্বরণ এবং আহলে বাইতের (আ.) প্রতি মহব্বত মানুষকে ক্রোধের আগুন থেকে নিরাপদ রাখতে পারে। রাসূল (সা.) এ সম্পর্কে আমিরুল মু'মিনিন আলীকে (আ.) বলেন যে, হে আলী! কখনও রাগন্বিত হবে না। আর যদি তোমার মধ্যে ক্রোধ আসে, তাহলে শান্ত হয়ে আল্লাহকে স্বরণ করবে। তাহলে ক্রোধ নির্বাপিত হবে।
3386369