IQNA

ইমাম আলী (আ.)এর মাজারের পাশে অগ্নি সংযোগ

18:33 - October 23, 2015
সংবাদ: 3392948
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের হজ ও জিয়ারত কমিটির প্রধান বলেছেন: ইমাম আলী (আ.)এর মাযারে হযরত ফাতিমা জাহরা (সা. আ.) নামক প্রাঙ্গণের নির্মাণ কাজ চলাকালীন সময় একটি গুদামে আগুন লাগে। তবে, সৌভাগ্যবশত এ অগ্নি সংযোগের ফলে কোন যায়ের ক্ষতিগ্রস্ত হয়নি।

হজ ও জিয়ারত কমিটির প্রধান মুহজেন নাজাফাতী বলেন: ২২শে অক্টোবর দুপুরে ইমাম আলী (আ.)এর মাযারে হযরত ফাতিমা জাহরা (সা. আ.) নামক প্রাঙ্গণের নির্মাণ কাজ চলাকালীন সময় একটি গুদামে আগুন লাগে। এ গুদামে পেট্রোল ও দাহ্য দ্রব রাখা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ থেকে ৫ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন: ইমাম আলী (আ.)এর মাযারে হযরত ফাতিমা জাহরা (সা. আ.) নামক প্রাঙ্গন নির্মাণ কাজ চলার জন্য, সেখানে যায়েরদের (জিয়ারতকারী) উপস্থিতি কম ছিল। আর এ কারণে কোন যায়েরদের তেমন কোন ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ প্রাঙ্গণে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ৪ থেকে ৫ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
3391724

captcha