IQNA

সৌদি আরবে মসজিদে হামলা; নিহত ৪ ও আহত ৩০

23:23 - October 26, 2015
সংবাদ: 3395068
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নাজরান শহরের একটি মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে ৪ জন মুসল্লি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: এক সন্ত্রাসী নিজের কাছে রক্ষিত বোমা নিয়ে নাজরান শহরের একটি মসজিদে প্রবেশ করে মসজিদের মুসল্লিদের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটায়।
আত্মঘাতী এ বোমা বিস্ফোরণের ফলে ৪ জন মুসল্লি নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আহতদের সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ সকলকে রক্তদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
3395059

captcha