IQNA

আশুরার দিনে;

ইমাম আলী (আ.)এর মাযারে দৃষ্টি ফিরে পেল এক অন্ধ মেয়ে

23:10 - October 27, 2015
সংবাদ: 3399618
আন্তর্জাতিক ডেস্ক: ৯ বছরের মেয়ে যাহরা আলী কাসেমী জন্ম থেকে অন্ধ। চলতি বছরের আশুরার দিনে নিজের পিতা-মাতার সাথে ইমাম আলী (আ.)এর মাযার যিয়ারত করতে এসে দৃষ্টি ফিরে পেয়েছে যাহরা আলী কাসেমী।

বার্তা সংস্থা ইকনা: অন্যান্য যায়েরদের মত ইমাম আলী (আ.)এর মাযার জিয়ারত করতে আসে দৃষ্টি প্রতিবন্ধী যাহরা আলী কাসেমী। জিয়ারত করতে এসে তিনি ইমাম আলী (আ.)এর মাযার থেকে শাফা পেয়েছে।
ইরাকের পবিত্র নগরী নাজাফের আল আনসার নামক অঞ্চলের অধিবাসী যাহরা আলী কাসেমী। ইমাম আলী (আ.)এর মাযারে আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে জন্ম থেকে অন্ধ এই মেয়ে নিজের দৃষ্টি ফিরে পেয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযার জিয়ারত কারার সময়  যাহরা আলী কাসেমী অনুভব করে কোন কিছু তার দুই কানকে শক্ত করে ধরেছে এবং এরপর তিনি মুহাম্মাদ (সা.) এবং তার বংশধরের ওপর সালাওয়াত প্রেরণ করে। এর বরকতে সে লাল নুর দেখতে পায় এবং তার দৃষ্টি ফিরে আসে।
3399352
 

captcha