IQNA

সামারা’য় আইএসআইএলের হামলার পরিকল্পনা ব্যর্থ

23:43 - October 28, 2015
সংবাদ: 3408239
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইরাকের পবিত্র নগরী সামারা’য় অবস্থিত ইমাম আলী নাকী (আ.) এবং ইমাম হাসান আসকারী’র (আ.) এর মাযারে মর্টার হামলার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ইরাকের স্বেচ্ছাসেবী জনগণ তাদের হামলার পরিকল্পনাকে বানচাল করে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বেচ্ছাসেবী জনগণ জানিয়েছেন, সামারা’র পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মর্টার লঞ্চারের সন্ধান পেয়ে তারা তা ধ্বংস করে।
সৈন্যবাহিনী প্রধান কার্যালয় ঘোষণা করেছে, ইরাকের স্বেচ্ছাসেবী দল ‘সারিয়া আল ইসলাম’ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মর্টার লঞ্চারের সন্ধান পেয়ে তা ধ্বংস করে।
এ বিবৃতিতে আরো উল্লেখ করেছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল মর্টার হামলার মাধ্যমে ইমাম আলী নাকী (আ.) এবং ইমাম হাসান আসকারী’র (আ.) এর মাযার ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
এ ঘটনার পূর্বে সালাহউদ্দিন প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সামারা’র দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে স্বেচ্ছাসেবী ও পুলিশের ১২ জন সদস্য নিহত ও আহত হয়েছে।
3400719
 

captcha