
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ‘আচীন’ শহরের গভর্নর আজ (৩১শে অক্টোবর) ঘোষণা করেছেন: শুক্রবার রাতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ‘আচীন’ শহরের থানায় রকেট হামলা চালায়। এ হামলার সময় উক্ত থানার নিকটে অবস্থিত একটি মসজিদে রকেট হামলা করে আইএসআইএল।
তিনি বলেন: মসজিদে সন্ত্রাসীদের এ হামলার ফলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয় এবং একজন গুরুত্বর আহত হয়। তবে পরবর্তীতে সেও মৃতবরণ করেন। এছাড়াও অপর ৪ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
বলাবাহুল্য, স্থানীয় অধিবাসীদের কথা অনুযায়ী, আইএসআইএল এ হামলা চালালেও এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।
3421773