IQNA

আইএসআইএলের ঘাটি থেকে পলাতক শিশুদের হত্যা করা হচ্ছে

23:33 - November 01, 2015
সংবাদ: 3432356
আন্তর্জাতিক ডেস্ক: এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল অনেক শিশুদের বন্দি করেছে এবং তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণ প্রদান করছে। তাদের কঠিন প্রশিক্ষণ থেকে কিছু শিশু পালাতে চেষ্টা করলে তাদেরকে হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের মসুল প্রদেশে আইএসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় ১২ শিশুকে গ্রেফতার করে হত্যা করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
ইরাকের কুর্দিস্তান প্রদেশের আর্বিল শহরের অন্তর্গত কুর্দ রুইদাউ নিউজ চ্যানেল জানিয়েছে: মসুলের পূর্বে অবস্থিত ‘আল সালাম’ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১২ শিশু পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় এবং গাবাত নামক অঞ্চলে তাদেরকে হত্যা করেছে আইএসআইএল।
রুইদাউ নিউজ চ্যানেল আরও জানিয়েছে: এসকল শিশুদের বয়স ১২ থেক ১৬ বছর এবং সকলেই আরব ও মসুলের অধিবাসী ছিল।
কিছুদিন পূর্বে ইরাকে হিউম্যান রাইটস হাইকমিশনার এ বিবৃতিতে জাতিসংঘকে অবগত করে যে, আইএসআইএল নিরীহ শিশুদের অপহরণ এবং যুদ্ধের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে।
3427084

captcha