
বার্তা সংস্থা ইকনা: ইরাকের মসুল প্রদেশে আইএসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় ১২ শিশুকে গ্রেফতার করে হত্যা করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
ইরাকের কুর্দিস্তান প্রদেশের আর্বিল শহরের অন্তর্গত কুর্দ রুইদাউ নিউজ চ্যানেল জানিয়েছে: মসুলের পূর্বে অবস্থিত ‘আল সালাম’ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১২ শিশু পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় এবং গাবাত নামক অঞ্চলে তাদেরকে হত্যা করেছে আইএসআইএল।
রুইদাউ নিউজ চ্যানেল আরও জানিয়েছে: এসকল শিশুদের বয়স ১২ থেক ১৬ বছর এবং সকলেই আরব ও মসুলের অধিবাসী ছিল।
কিছুদিন পূর্বে ইরাকে হিউম্যান রাইটস হাইকমিশনার এ বিবৃতিতে জাতিসংঘকে অবগত করে যে, আইএসআইএল নিরীহ শিশুদের অপহরণ এবং যুদ্ধের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছে।
3427084