IQNA

২০২০ সালে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পাবে

23:18 - November 05, 2015
সংবাদ: 3443864
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৫ বছরের মধ্যে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়ে প্রায় ২ কোটিতে পৌঁছাবে।

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার আন্তর্জাতিক পলিসি ইন্সটিটিউট কাউন্সিল ‘স্টোন গেট’ এক প্রতিবেদন ঘোষণা করেছে, জার্মান সরকার ২০১৫ সালে ১৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং ২০১৬ সালে এর সংখ্যা বৃদ্ধি পাবে।
এছাড়াও বর্তমানে জার্মানে ৫ লাখ ৮০ হাজার মুসলিম অধিবাসী বসবাস করছে।
বাভারিয়ার মিউনিসিপালিটির অ্যাসোসিয়েশনের সভাপতি ইউভা ব্রেন্ডেল এক বিবৃতিতে বলেছেন: ২০২০ সালে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পাবে।
জার্মানে মুসলিম জনসংখ্যার এ বৃহৎ পরিবর্তনের ফলে সেদেশের পরিবেশ চিরকালের জন্য পরিবর্তন হবে।
3440944

captcha