বার্তা সংস্থা ইকনা: ইসলামী আইন বিশেষজ্ঞ এবং মরক্কোর একাডেমিক কাউন্সিলের কর্মকর্তা আহমেদ আল ওমরানী জানিয়েছেন, বর্তমানে মরক্কোয় কুরআন হাফেজের সংখ্যা ১১ লাখের অধিক।
তিনি বলেন: প্রতি বছর মরক্কোয় সহস্রাধিক অধিবাসী কুরআন হেফজ করছেন। কুরআন হেফজ করার জন্য নতুন পন্থা অবলম্বন করার ফলে মরক্কোর অধিবাসীরা কুরআন হেফজের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পবিত্র কুরআনের আলোকে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী আইন বিশেষজ্ঞ এবং মরক্কোর একাডেমিক কাউন্সিলের কর্মকর্তা আহমেদ আল ওমরানী এক বিবৃতিতে এ কথা জানান।
3442104