IQNA

আজারবাইজানের জনগণের মধ্যে ইসলামিক নামের জনপ্রিয়তা

22:46 - November 09, 2015
সংবাদ: 3446390
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানে নবজাতক শিশুদের নামের তালিকায় ইসলামিক নামের লিস্ট শীর্ষে রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজারবাইজানের মন্ত্রীপরিষদ ডেপুটি কমিশন চেয়ারম্যান সায়ালী সাদিক আভা জানিয়েছেন: নবজাতক শিশুদের নামের তালিকায় ইসলামিক নামের লিস্ট শীর্ষে রয়েছে।
আজারবাইজানে নবজাতক ছেলে শিশুদের নামের তালিকায় ‘হাসান’, ‘হুসাইন’ ও ‘আলী’ এবং কন্যা শিশুদের ক্ষেত্রে ‘ফাতিমা’ ও ‘যায়নাব’ শীর্ষে রয়েছে।
তিনি বলেছেন, আজারবাইজানে সম্প্রতি ১০০০ নবজাতক শিশুদের মধ্যে ৫০০ জনের নাম ‘আলী’ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আজারবাইজানের জনগণের ইসলাম ধর্মের প্রতি অধিক আকৃষ্ট হওয়ার ফলে সেদেশের নবজাতক শিশুদের ধর্মীয় নাম রাখার প্রচলন বৃদ্ধি পেয়েছে।
3446204
 

captcha