IQNA

প্যারাগুয়ে উদ্বোধন করা হলো সেদেশের সর্ববৃহৎ মসজিদ

23:55 - November 10, 2015
সংবাদ: 3446879
আন্তর্জাতিক ডেস্ক: প্যারাগুয়ের ‘সিউডাড ডেল এস্তা’ শহরে সর্ববৃহৎ মসজিদ উদ্বোধনী করেছে সেদেশের প্রেসিডেন্ট ‘হোরাসিও কার্ড’।

বার্তা সংস্থা ইকনা: প্যারাগুয়ের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (৯ম নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের প্রেসিডেন্ট ছাড়াও রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ মসজিদটি সেদেশের ‘খোলাফায় আল রাশেদিন’ নামক ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ১০ লাখ ডলারের অর্থায়নে ‘সিউডাড ডেল এস্তা’ শহরে নির্মাণ করা হয়েছে।
3446787

captcha