IQNA

বাগদাদের হোসাইনিয়াতে সন্ত্রাসীদের হামলা

1:26 - November 14, 2015
সংবাদ: 3447726
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরের একটি হোসাইনিয়াতে সন্ত্রাসীরা দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে। সন্ত্রাসীদের এ হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীদের এ হামলার খবর বাগদাদ অপারেশনস কমান্ড জানিয়েছেন। তিনি বলেছেন: এ হামলার ফলে বেশ কয়েকজন ইরাকি নিহত ও আহত হয়েছে।
‘আল সুমারিয়া’ সংবাদ সংস্থার সাথে বাগদাদ অপারেশনস কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার সাইদ মুয়ান গুরুত্বারোপ করে বলেন: ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরের ‘বাকিয়াতুল্লাহ’ নামক হোসাইনিয়াতে সন্ত্রাসীরা নিজেদের সাথে দু’টি বিস্ফোরণ বেল্ট নিয়ে প্রবেশ করে এবং হোসাইনিয়ার মধ্যে এ বোমা বিস্ফোরণ ঘটায় । এর ফলে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে।
এছাড়াও গত বৃহস্পতিবার সাদর শহরে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের এ হামলার ফলে ৭ জন নিহত হয়েছে।
3447652

captcha