IQNA

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী;

হিজবুল্লাহ কোনো সন্ত্রাসী দল নয়

14:20 - November 16, 2015
সংবাদ: 3453282
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এক বিবৃতিতে বলেছেন: ‘লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কোনো সন্ত্রাসী সংগঠন নয়’।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে না রাশিয়া। শুধু তাই নয়, সংগঠনটির সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে মস্কো। এ কথা বলেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী  মিখাইল বোগদানভ।
তিনি বলেন, “কেউ কেউ বলে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন কিন্তু আমরা হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি না এবং তাদের সঙ্গে মস্কোর সম্পর্ক অব্যাহত থাকবে।”
বোগদানভ আরো বলেছেন, “তারা কখনো রাশিয়ার মাটিতে সন্ত্রাসী তৎপরতা চালায় নি বরং হিজবুল্লাহর নেতারা লেবাননের জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া এ সংগঠন থেকে কেউ কেউ লেবাননের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি একটি বৈধ সামাজিক-রাজনৈতিক শক্তি।”  
প্রাথমিকভাবে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে লেবাননকে রক্ষার জন্য ১৯৮০ সালের দিকে হিজবুল্লাহ একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। দক্ষিণ লেবাননের একটি উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বের কারণে এ সংগঠনটিকে ১৯৮২ সালে আগ্রাসন-বিরোধী দীর্ঘ লড়াইয়ে লিপ্ত হতে হয় এবং ২০০০ সালের ২৪ মার্চ চূড়ান্তভাবে ইসরাইলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করতে সক্ষম হয়। বর্তমানে হিজবুল্লাহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই করছে।
3453135

 

captcha