IQNA

কানাডার মসজিদে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষীরা

22:36 - November 16, 2015
সংবাদ: 3453424
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার দক্ষিণাঞ্চলীয় পিটারবোরো শহরের একটি মসজিদে আগুন লাগিয়ে এই পবিত্র স্থানের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষীরা।

বার্তা সংস্থা ইকনা: কানাডিয়ান পুলিশ ১৫ই নভেম্বর ঘোষণা করেছে, কানাডার কেন্দ্রীয় ওনটারি প্রদেশের অটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মুসলমানদের জন একমাত্র মসজিদ আস-সালামে ইসলাম বিদ্বেষীরা আগুন লাগিয়েছে।
এ মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে। স্থানীয় মুসলমানরা অভিযোগ করেছেন, এ ঘটনা ইসলাম বিদ্বেষী তৎপরতার অংশ। প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার এ মসজিদে আগুন দেয়া হয়।
কানাডার কেন্দ্রীয় ওনটারি প্রদেশের অটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর আস-সালাম মসজিদে এই আগুন দেয়া হয়। নগরীর একমাত্র মসজিদটিতে শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় আগুন দেয়া হয়। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে।  আস-সালাম মসজিদে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।
এদিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদটি মেরামতে ৮০,০০০ ডলার লাগবে। এ জন্য তহবিল সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।
নগরীর মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, বিদ্বেষের কারণে মসজিদে আগুন দেয়া হয়ে থাকলে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই।
3453104

captcha