বার্তা সংস্থা ইকনা : জর্জিয়ার প্রেসিডেন্ট গিওর্গি মার্গোলা শুওয়াইলি ইন্টারন্যাশনাল ডে অব টলারেন্স উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে বক্তৃতাকালে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন : বিশ্বে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোন সম্পর্ক নেই ইসলাম ধর্মের।
তার সংযোজন বলেন : কেউ কেউ ইসলামের ছায়াতলে হত্যাকাণ্ড ও সহিংস পদক্ষেপ গ্রহণ করছে। মূলতঃ তারা এ কাজের মাধ্যমে ইসলাম ও খ্রিষ্টান ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।
জর্জিয়ার প্রেসিডেন্ট বলেন : সিরিয়া, ফ্রান্স ও অপর দেশসমূহে ভয়াবহ যেসব ঘটনা ঘটছে তার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই।#3454172