IQNA

ইরাকে শিয়া মসজিদে প্রাণঘাতী বিস্ফোরণ

23:10 - November 22, 2015
সংবাদ: 3455812
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বারোপ করে জানিয়েছেন, গত শুক্রবার বাগদাদের দক্ষিণাঞ্চলীয় ইউসুফিয়া নামক এলাকায় ইমাম রেজা (আ.) মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মসজিদের সামনের রাস্তায় একটি বোম রক্ষিত ছিল। মুসল্লিরা যখন নামাজ শেষে মসজিদ থেকে বাহির আসছিল তখন বোমাটি বিস্ফোরণ ঘটে। এছাড়াও ঘটনাস্থলে নিরাপত্তা কর্মী আসলে সেখান অপর একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসীদের এ হামলার ফলে মুসল্লিদের সাথে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে।
এখনও পর্যন্ত কোন দল এ হামলার দায়ভার গ্রহণ করেনি। তবে ইরাকে শিয়া মুসলমানদের বিরুদ্ধে যে সকল হামলা হয়, সেগুলো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত আইএসআইএল (দায়েশ) করে আসছে।
এছাড়াও গত সপ্তাহে বাগদাদে দায়েশের হামলার ফলে ১৯ জন শিয়া মুসলমান নিহত হয়েছে।
3454843

captcha