IQNA

“নওয়ায়ে ওহী” সিরিজের ৭১তম পর্ব প্রকাশ

14:11 - December 31, 2025
সংবাদ: 3478706
ইকনা: আধুনিক জীবনের ব্যস্ততা ও কোলাহলে কখনো কখনো আমাদের একটু থামার, শান্তির ছোঁয়া পাওয়ার প্রয়োজন হয়। এমনই এক আধ্যাত্মিক যাত্রার আমন্ত্রণ নিয়ে এসেছে “নওয়ায়ে ওহী” সিরিজের ৭১তম পর্ব – “দেল অজ হামে বার কন” (দিল থেকে সবকিছু ছিন্ন করো)।

এই স্টোরি-মোশনটি কুরআনের অত্যন্ত সুন্দর আয়াত নির্বাচন করে উপস্থাপন করা হয়েছে এবং তিলাওয়াত করেছেন হৃদয়স্পর্শী কণ্ঠের অধিকারী বেহরুজ রেযভী। সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ এই পর্বটি দর্শক-শ্রোতাদের জন্য শান্তি ও আশার কয়েকটি মুহূর্ত উপহার দেয়।

পর্বে তিলাওয়াতকৃত আয়াতসমূহ: وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا ﴿۸﴾ “তোমার মহান প্রতিপালকের নাম স্মরণ করো, দিল থেকে সবকিছু ছিন্ন করো এবং কেবল তাঁর দিকেই পূর্ণমনে ফিরে যাও।”

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا ﴿۹﴾ “তিনিই পূর্ব ও পশ্চিমের প্রতিপালক; তিনি ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই। অতএব, কেবল তাঁকেই তোমার কার্যনির্বাহক ও অভিভাবক হিসেবে গ্রহণ করো।” (সূরা আল-মুয্যাম্মিল)

“নওয়ায়ে ওহী” সিরিজটি নিয়মিতভাবে কুরআনের মনোমুগ্ধকর আয়াতসমূহ দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে করে ব্যস্ত জীবনে একটু আধ্যাত্মিক শান্তি ও প্রশান্তি লাভ করা যায়।

captcha