বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: গতকাল ২৪শে নভেম্বর ‘আল তাজাম্মুউদ দাস্তুরী’ গ্রুপের সাবেক দপ্তরের নিকট সেদেশের প্রেসিডেন্ট বেজি সাইদ আল সেবসির ভাষণের একঘন্টা পূর্বে গার্ডবাহীর অন্তর্গত একটি বাসে এ বোমাটি বিস্ফোরণ ঘটে।
তিউনিসিয়ার গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীদের এ হামলার ফলে কমপক্ষে ১৫ জন ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে।
এ হামলার সূত্র ধরে প্রেসিডেন্ট এসেবসি রাজধানী তিউনিসে রাতের বেলা কারফিউও জারি করেছেন। বোমা বিস্ফোরণের ঘটনাকে তিনি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেন। এসেবসি বলেন, 'আমি আগামীকাল থেকে আইন এবং কারফিউর আওতায় তিউনিসে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।'
টেলিভিশনে দেয়া ভাষণে তিউনিসিয়ার প্রেসিডেন্ট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, আজ (বুধবার) তিউনিসিয়ার নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে বলে কথা রয়েছে।
চলতি বছরে তিউনিসিয়ায় পৃথক দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন ব্যক্তি নিহত হয়।
তিউনিসিয়ায় এই ভয়াবহ পাশবিক হামলার দায়ভার স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
3456808