IQNA

ইরান কখনই প্রতিশোধমূলক সাইবার হামলা চালায় নি; ইরানী মুখপাত্র

17:50 - November 28, 2015
সংবাদ: 3457963
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র বলেছে, গত কয়েক বছর ধরে সাইবার হামলার শিকার হওয়া সত্ত্বেও তেহরান কখনই পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায় নি।

বার্তা সংস্থা ইকনা: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ইরানের সাইবার হামলা গত মাসে বেড়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস একটি খবর প্রচার করেছে। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি ওই খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ইরান কখনই অবৈধ সাইবার হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা চালায় নি। তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে স্টুক্সনেট ভাইরাসের মতো মারাত্মক হামলার শিকার হয়েছে ইরান। 
২০১০ সালে স্টুক্সনেট ভাইরাস ছড়িয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনার প্রতি ইংগিত করেন তিনি। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল যৌথভাবে এ মারাত্মক ভাইরাস তৈরি করেছিল।
জাবেরি আনসারি আরো বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সাইবার হামলা ঠেকানো এবং নিষিদ্ধ করার আইনগত কার্যকর ব্যবস্থার ঘাটতি রয়েছে। সাইবার হামলা প্রতিহত করার ক্ষেত্রে এটি অন্যতম মারাত্মক সমস্যা হয়ে উঠেছে বলে জানান তিনি।
জাবেরি আনসারি বলেন, সাইবার হামলা ঠেকানোর আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ব্যবস্থা জোরদারের প্রতি সবসময়ই ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ ঠেকানোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বের সব দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলার প্রতি আহ্বান জানান তিনি।
3457592
 

captcha