IQNA

বিশ্বের মুসলিম আলেমদের উপস্থিতিতে ইন্দোনেশিয়া শীর্ষক সেমিনার

23:08 - November 28, 2015
সংবাদ: 3457975
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের মুসলিম আলেমদের উপস্থিতিতে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পূর্বাঞ্চলীয় ‘মালাঙ্গ’ শহরে ২৬শে নভেম্বর চতুর্থ আন্তর্জাতিক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়া ভাইস প্রেসিডেন্ট উপস্থিতিতে ‘শান্তিপূর্ণ সমাজের প্রতিশ্রুতি’ শিরোনামে চতুর্থ আন্তর্জাতিক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে ইন্দোনেশিয়া ভাইস প্রেসিডেন্ট ‘ইউসুফ কালান’ বলেন: ‘যে সরকার জনগণের সাথে নিষ্ঠাবান হবে না, সেই সরকার নিজের ধ্বংসের পথ প্রশস্ত করবে।
এছাড়াও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাভী বলেন: বর্তমানে বিশ্বের মুসলমানদের ধৈর্য ও সহনশীলতার সাথে ঐক্যের পথে ধাবিত হতে হবে এবং সকল প্রকার সহিংসতা হতে বিরত থাকতে হবে।
বর্ণবাদের বিরুদ্ধে ইউরোপিয়ান নেটওয়ার্কের প্রধান মিকাইল পুরভিউ বলেন: বর্তামানে মুসলমানদের বিরুদ্ধে দায়েশের তথা আইএসআইএলের যে সকল পাশবিক কার্যক্রম করছে তার বিরুদ্ধে কঠোর হতে হবে।
3457158
 

captcha