বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সা.) এবং ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর ছবি প্রকাশের পরে এবং পশ্চিম মিডিয়ার অপপ্রচারের ফলে ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বৃদ্ধি হওয়ার দরুন ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইউরোপ ও আমেরিকার যুবকদের উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন।
পশ্চিমা দেশগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নেতা পশ্চিমা যুবসমাজের উদ্দেশ্য গতকাল দ্বিতীয় চিঠি লিখেছেন। এ চিঠিটি বিশ্বের প্রচলিত ২৩ ভাষায় অনুবাদ ও প্রকাশ হয়েছে।
পশ্চিমা যুবসমাজের উদ্দেশ্য মহামান্য নেতার ফার্সি ভাষায় লিখত এ চিঠিটি বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, স্প্যানিশ, ফরাসি, আজারবাইজানী, রাশিয়ান, বসনীয় আলবানিয়ান, ইতালিয়ান, জার্মান, তুর্কি, উজবেক, দারি, হাউসা, সোয়াহিলি, চীনা, আর্মেনিয়ান, জাপানি, হিন্দি এবং তুর্কমেনী ভাষায় অনুবাদ ও প্রকাশ হয়েছে।
সর্বোচ্চ নেতার চিঠিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।
3458625