IQNA

ইরাকের মুফতি:

শেখ নিমারের মৃত্যুদণ্ডের পরোয়ানায় স্বাক্ষর দেয়নি রাজা আবদুল্লাহ

23:04 - December 01, 2015
সংবাদ: 3459307
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মুফতি শেখ মাহদী আল-সামিদয়ী বলেছেন: শেখ নিমারের মৃত্যুদণ্ডের পরোয়ানায় স্বাক্ষর দেয়নি সৌদি আরবের রাজা আবদুল্লাহ এবং তিনি এই ফরমানের বিরোধিতা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের আহলে সুন্নতের বিশিষ্ট আলেম এবং মুফতি শেখ মাহদী আল-সামিদয়ী বলেছেন: সৌদি আরবের রাজার সাথে যোগাযোগ করার ফলে সেদেশের বিশিষ্ট শিয়া ওলামা শেখ নিমারের মৃত্যুদণ্ডের পরোয়ানায় স্বাক্ষর দেয়নি রাজা আবদুল্লাহ।
তিনি বলেন: সম্প্রতি সৌদি আদালত শেখ নিমারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এ রায় ঘোষণার পর এ ব্যাপারে সৌদি রাজার সাথে যোগাযোগ করার জন্য ইরাকের ভেতর ও বাহিরের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দল আমার নিকট আহ্বান জানায়।
আল-সামিদয়ী বলেন: শেখ নিমারের মৃত্যুদণ্ডের রায় ক্ষমা করে দেওয়া জন্য আমি সৌদি রাজার নিকট আহ্বান জানায় এবং বর্তমানে রাজা সালমান বিন আবদুল আজিজ, শেখ নিমারের মৃত্যুদণ্ডের পরোয়ানায় স্বাক্ষর দেয়নি। এখন আমরা তার ক্ষমার জন্য অপেক্ষায় রয়েছি।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট নভেম্বর মাসের প্রথম দিকে সেদেশের বিশিষ্ট ওলামা শেখ নিমারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তিনি দীর্ঘ তিন বছর কারাবন্দী ছিলেন।
সৌদি আরবের বিশিষ্ট শিয়া ওলামা শেখ নিমারকে সেদেশে বিশৃঙ্খলা এবং যুদ্ধ সৃষ্টি করার মিথ্যা অভিযোগে গ্রেফতার করে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই রায় অনুমোদন দিয়েছে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি রাজা "সালমান বিন আবদুল আজিজের" সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
এদিকে সামাজিক নেটওয়ার্ক টুইটারের ‘মুজাযুল আখবার’ নামক পেজে খালেদ আল হাকবানী দাবী করেছে, সৌদির শিয়া আলেম শেখ নিমার বাকের আল-নিমার এবং আল-কায়দার সদস্যদের আগামী সপ্তাহে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
3458718

captcha