বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের (নাম প্রকাশে অনিচ্ছুক) এক সংবাদ মাধ্যম জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বাকর বাগদাদীর ওপর অভিশাপ ও নেফরিন জ্ঞাপন করার ফলে মসজিদের খতিব ও ইমামকে অপহরণ করেছে দায়েশের সদস্যরা।
মসুল শহরের ‘আল জামেয়’ নামক অঞ্চলের এই মসজিদের খতিব আবু বাকর বাগদাদীর ওপর অভিশাপ ও নেফরিন জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট দোয়া করেছেন যে, তাদেরকে যেন ফেরাউনের সাথে মাহশুর করা হয়। কারণ আল বাগদাদী ও তার অনুসারীগণ আহলে সুন্নতদের ধ্বংস করছে।
এই সাহসী ইমাম ও খতিবকে দায়েশের সদরদপ্তরে আটক করে রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই সন্ত্রাসী গোষ্ঠীর আদালতে তার বিচার করা হবে।
২০১৪ সালে ১০ম জুন থেকে মসুল শহর দখল করে রেখেছে এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। এ শহরের অধিবাসীরা মানবিক সঙ্কট ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছে।
এ পর্যন্ত মসুল শহরের সহস্রাধিক ধর্মীয় ওলামাকে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
3460048