বার্তা সংস্থা ইকনা: অলে সৌদি সরকারের সমর্থনে আবদুল আজিজ আলে আল শাইখ, তুরস্কের সরকারকে রজব তাইয়্যেব এরদোগানকে সাহায্য করার প্রতি গুরুত্বারোপ করেছে।
মুসলিম দেশ হওয়ার কারণে আলে শাইখ তুরস্ককে সমর্থন করার আহ্বান জানিয়েছে। অথচ ধর্মনিরপেক্ষ সিস্টেমে তুরস্ক পরিচালিত হয়।
সৌদি আরবের ‘আল মাজদ’ টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে মুফতি আলে শাইখ দাবী করেছেন, রাশিয়ান বিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে এবং রাজনৈতিক হামলার কারণে তুরস্কের বিরুদ্ধে মস্কো অভিযোগ করেছে।
সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে নিয়োজিত রাশিয়ার একটি বিমানকে ১ম ডিসেম্বর ধ্বংস করেছে তুরস্কের সামরিক বাহিনী। এ ব্যাপারে আংকারা বলেছে, রাশিয়ান বিমান তুর্কির আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে তুরস্কের এ দাবীতে নাকচ করে রাশিয়া বলেছে, সিরিয়ার আকাশ সীমার মধ্যে রাশিয়ার যুদ্ধ জাহাজকে ধ্বংস করেছে তুরস্ক।
এ সূত্র ধরে সৌদি মুফতি ইসলামি দেশ সমূহকে তুরস্কের সরকারকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেছে, তুরস্কে যে ক্ষতি সাধান হবে তা সকল মুসলমানদের জন্য ক্ষতিকর।
3460192