বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সন্ত্রাসী হিসেবে পরিচয় করাতে চাচ্ছে।
সম্প্রতি তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। সম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসী হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প সকল মুসলমানদেরকে দায়ী করছে। এছাড়াও গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া সন্ত্রাসী হামলার জন্যেও মুসলমানদেরকে দায়ী করছে।
ডোনাল্ড ট্রাম্পের এধরণের যুক্তিহীন মন্তব্য শোনা পর হ্যারি পটারের লেখক জে কে রাউলিং তার লেখা গল্পের "ভলডেমর্ট"এর চরিত্রের থেকেও খারাপ ও জঘন্য বলে অবিহিত করেছেন।
3461546