IQNA

শিয়া মাযহাব ওয়াকফের মাধ্যমে জীবিত আছে

2:05 - December 10, 2015
সংবাদ: 3461876
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ডেপুটি স্পীকার হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ আবু তোরাবী ফার বলেছেন যে, শিয়া মাযহাব আজ গৌরব ও সম্মানের সাথে বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে আছে। এর পেছনে মূখ্য ভূমিকা পালন করেছে শীর্ষ আলেম ও মনীষীদের কষ্টার্জিত জ্ঞান; যা তারা মাযহাবের জন্য ওয়াকফ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদ আবু তোরাবী ফার আজ বুধবার ৯ই ডিসেম্বর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওয়াকফ সপ্তাহ উপলক্ষে এক সেমিনারে বক্তৃতাকালে বলেন: পবিত্র ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং যে জ্ঞানের স্রোতধারায় মানুষ আল্লাহ নৈকট্য অর্জনে সক্ষম হয়। আর এ সব জ্ঞানের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকফ বিষয়ক জ্ঞান। কেননা মানুষ যখন ওয়াকফের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবহিত হবে, তখন সে নিজের সাধ্য অনুযায়ী পার্থিব ও অপার্থিব বিষয়াবলী আল্লাহর পথে ওয়াকফ করতে আগ্রহী হবে।

তিনি বলেন: ওয়াকফ বলতে শুধুমাত্র পার্থিব ধন-সম্পদকে বুঝায় না; বরং অপার্থিব বিষয়ও ওয়াকফ হিসেবে গণ্য। কেননা জ্ঞান; যদি কোন জ্ঞানী ব্যক্তি নিজের উপকারী জ্ঞানসমূহ কোন গ্রন্থ আকারে মানুষের নিকট উপস্থাপন করে, তাহলে মানুষ উক্ত গ্রন্থ আধ্যয়ন করে সঠিক পথের আলো খুজে পাবে। এ ধরনের ওয়াকফ মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। আজ শিয়া মাযহাবের অপরিসীম জ্ঞান ভান্ডার এভাবেই সংরক্ষিত হয়েছে।
3461515

captcha