IQNA

বাগদাদে বোমা হামলায় আহত ও নিহতের সংখ্যা ২১

17:49 - December 10, 2015
সংবাদ: 3461980
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সাদ মায়ান জানিয়েছেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল আবিদী নামক অঞ্চলে শিয়াদের অন্তর্গত ‘আহলে বাইত’ হোসাইনিয়াতে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে কমপক্ষে ৫ জন নিহত এবং অপর ১৬ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নামাজ শেষে মুসল্লিরা ‘আহলে বাইত’ হোসাইনিয়া হতে বাহিরে আসার সময় এক ব্যক্তি নিজের কাছে রাখা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায়।
এছাড়াও বাগদাদের দক্ষিণাঞ্চলীয় দারয়িয়া নামক অঞ্চলের সনাতন বাজারে অপর এক বোমা বিস্ফোরণের ফলে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। 
এদিকে সংবাদ সংস্থা আল আহাদ জানিয়েছে বাগদাদে দক্ষিণাঞ্চলীয় অপর দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। একটি বোমা ইউসুফিয়া নামক অঞ্চলে এবং অপর বোমাটি গাড়িতে রাখা ছিল এবং দুটি বোমা বিস্ফোরণের ফলে ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে হস্তান্তর করা হয়।
এপর্যন্ত এসকল বোমা হামলার দায়ভার কোন ব্যক্তি বা গোষ্ঠী গ্রহণ করেনি।
3461848

captcha