IQNA

দায়েশের বিরুদ্ধে ভারতে ৭০ হাজার আলেমের ফতোয়া

16:02 - December 13, 2015
সংবাদ: 3462717
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান, আল কায়েদা কিংবা দায়েশের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে একটি ফতোয়া অনুমোদনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ হাজার আলেম ভারতের উত্তর প্রদেশে সমবেত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দক্ষিণ এশিয়ার সুন্নি মুসলমানদের এই বাৎসরিক সম্মেলনে বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ অংশগ্রহণকারী একটি দলিলে স্বাক্ষর করেন।
এ ব্যাপারে মুফতি মোহাম্মদ সালেম নুরি নামের এক আলেম জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আলেমরা এই অনুষ্ঠানে আসায় ফতোয়াটি আরও মজবুত হলো। তারা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চান যে, ইসলামিক স্টেটের (আইএস) মতো গোষ্ঠীগুলোকে তারা সত্যিকারের ইসলামি সংগঠন মনে করেন না এবং এদের সদস্যদেরও মুসলমান ভাবেন না।
সম্মেলনের সভাপতি জানান, গত মাসে প্যারিসে হামলা এবং ইসলামিক স্টেটের দায় স্বীকার তাদের সম্মিলিত হতে উদ্বুদ্ধ করেছে। তাদের উদ্দেশ্য এই বার্তাটি পৌঁছে দেয়া যে, মুসলমানরা সন্ত্রাসবাদকে নিন্দা করে।
২০০৮ সাল থেকেই এ ধরনের ফতোয়া দিয়ে আসছে বিভিন্ন সুন্নি প্রতিষ্ঠান। তবে এখন বিশেষভাবে আইএসের সমস্যার সম্মুখীন আলেমরা। এক প্রতিবেদনে এমনটি বলে দ্য হিন্দু পত্রিকা।
সম্মেলনের এক নেতা মাওলানা কাশেম নোমানি বলেন, ‘খ্রিস্টান, পশ্চিমা বা অন্য ধর্মগোষ্ঠীর তুলনায় এই গোষ্ঠীটি (আইএস) অনেক বেশি মুসলমান হত্যা করেছে। এটি রাজনৈতিক উচ্চাভিলাষ সম্পন্ন একটি সন্ত্রাসীগোষ্ঠী।’
রাজস্থানের একটি মসজিদের প্রধান এহসান রাজা খান বলেন, ‘কুরআনে লেখা আছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যার সমান।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারির দাবিতে দেশটির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্র্যাম্পের দেয়া বক্তব্যেরও নিন্দা জানান আলেমরা।  একজন আলেম বলেন, এ ধরনের নীতি জনগণের মধ্যে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করবে।
3462494

 

captcha