বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ‘ব্রুনু’ প্রদেশের ‘কমিউবা’ নামক একটি গ্রামে গত বৃহস্পতিবার হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বোকো হারাম।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেশ কয়েকজন সন্ত্রাসী পায়ে হেটে এবং অন্যান্য সন্ত্রাসীরা সাইকেলে চরে এ গ্রামে প্রবেশ করে পাশবিক হামলা চালায়।
বোকো হারামের সদস্যরা গ্রামে প্রবেশ করার পর গ্রামের অনেকই পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অধিবাসীরা বলেন, সন্ত্রাসীরা হামলা চালিয়ে গ্রামে আগুন লাগায়।
গ্রামের এক সদস্য বলেন: আমরা মোট ১৪ জন নিহত ব্যক্তির লাখ উদ্ধার করেছি। যারমধ্যে অনেকেরই গলা কাটা রয়েছে। এছাড়াও গ্রামের ৬ জন অধিবাসী গুরুত্বর আহত হয়েছে।
এছাড়াও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা গত সপ্তাহে ব্রুনু প্রদেশের চিবুক নামাক অপর একটি গ্রামে হামলা চালিয়ে গ্রামের ঘর বাড়ীতে আগুন লাগায়। এ সন্ত্রাসী গোষ্ঠী গত বছরের এপ্রিল মাসে এ গ্রাম থেকে প্রায় ২০০ জন ছাত্রীকে অপহরণ করে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারী জুন মাসে ক্ষমতায় আসার পর বোকো হারামের হামলায় এপর্যন্ত ১৫০০ সাধারণ নাগরিক নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বোকো হারামের হামলায় কমপক্ষে ১৭ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে এবং অনেকই বস্তুচ্যুত হয়েছে।
3462207