IQNA

নাইজেরিয়ায় মুসলিম হত্যার তীব্র নিন্দা জানালো ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

23:49 - December 17, 2015
সংবাদ: 3464330
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সেনাবাহিনী সেদেশের শিয়া মুসলমানদের ওপর নির্মমভাবে অত্যাচার ও গণহত্যা চালিয়েছে। আর এ গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা এক বিবৃতিতে নাইজেরিয়ার সামরিক বাহিনী এ কর্মের তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বিবৃতিটি নিম্নে উল্লেখ করা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নাইজেরিয়ার জারিয়া শহরের শিয়া মুসলিম সমাবেশে নৃশংস হামলা এবং হত্যা চালিয়ে শতাধিক মুমিন ব্যক্তিদের শহীদ করে সেদেশের সামরিক বাহিনীরা মুসলমানদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র সৃষ্টি করেছে।
উপস্থিত সকল প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছে, কোন কারণ ছাড়াই নাইজেরিয়ার সামরিক বাহিনী নিরপরাধ ও নিরীহ শিয়া মুসলমানদের ওপর পাশবিক হামলা চালিয়েছে। যে দেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে একত্রিত হয়ে বোকো হারাম সভ্যতা ও মানবতা বিরোধী কাজ করছে এবং সহস্রাধিক মুসলমানদের হত্যা করে তাদের বাস্তুচ্যুত করেছে, সেদেশের সামরিক বাহিনীরা সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে নিরীহ শিয়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে?
বিশ্বের প্রতিটি দেশের সরকার সেদেশের জনগণের জীবন ও সম্মান রক্ষা করে থাকে। অথচ নাইজেরিয়ার সরকার কোন দলীল ছাড়াই সেদেশের মুসলমানদের ওপর হামলা ও রক্ত ঝরাচ্ছে। সরকারের এ পদক্ষেপ মানবাধিকারকে লঙ্ঘন করেছে।
নাইজেরিয়ার সামরিক বাহিনীর এই পাশবিক কর্মের তীব্র নিন্দা জানিয়ে ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা, বিশ্বের সকল মুসলমানদেরকে নাইজেরিয়া মুসলমানদের সমর্থনের জন্য আহ্বান জানিয়েছে এবং সেদেশের মুসলমানদের নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তি দাবী জানিয়েছেন।
3464037
 

captcha