বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন তেলাওয়াত এবং দোয়া পাঠের মাধ্যমে গতকাল (২২শে ডিসেম্বর) মালয়েশিয়ায় ইসলামী এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট উড্ডয়ন হয়েছে। কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে ‘রায়ানি এয়ার’-এর একটি বিমান দেশটির পর্যটন কেন্দ্র ‘লাঙ্গাওয়ি’তে গেছে।
ইসলামি অনুশাসন মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং মহিলা ক্রুদের সবাই হিজাব বা ইসলামী শালিন পোশাক পরে যাত্রীদের সেবা দিচ্ছেন। বিমান কর্তৃপক্ষ সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করছে। কোন ধরনের মদ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া যাত্রা শুরু হচ্ছে কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্যদিয়ে।
বর্তমানে ‘রায়ানি এয়ার’ দু’টি বোয়িং-৭৩৭ বিমানকে এ ক্ষেত্রে কাজে লাগাবে। ভবিষ্যতে এ ধরনের ইসলামি ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই ইসলামি ফ্লাইট চালু করা হয়েছে। ইরানের সব ফ্লাইট ইসলামি আইন অনুযায়ী পরিচালিত হয়। এ ছাড়া ইরানের প্রতিটি বিমানে নামাজ পড়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে।
বলাবাহুল্য, মালয়েশিয়ায় মোট ৩ কোটি জনগণের মধ্যে ৬০ শতাংশ জনগণই মুসলমান।
3468763