IQNA

ইউনিসেফ:

১০ লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ করেছে ‘বোকো হারাম’

18:16 - December 23, 2015
সংবাদ: 3468866
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষণা করেছে: ১০ লাখের অধিক শিশুকে স্কুল ছাড়তে বাধ্য করেছে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ২১শে ডিসেম্বর ঘোষণা করেছে: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামে নির্যাতন, অপহরণ ও গণহত্যার ফলে ১০ লাখের অধিক শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে।
ইউনিসেফ গুরুত্বারোপ করে বলেছে: নাইজেরিয়া এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের শিশুরা স্কুলে যেতে না পারায় বোকো হারামের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বোকো হারাম নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ ও নাইজারে আধিপত্য বিস্তার করেছে এবং সন্ত্রাসী দলের কর্মতৎপরতার কারণে এই চারটি দেশের দুই হাজারের অধিক স্কুল বন্ধ রয়েছে।
এই সংস্থা আরও জানিয়েছে: এছাড়াও বোকো হারামের সদস্যরা শতাধিক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সবকিছু লণ্ঠন করে বন্ধ করে দিয়েছে।
3468247

captcha