তেহরান (ইকনা): তুরস্কের পর্যটন শহর ইস্তাম্বুলের মসজিদসমূহে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলের মসজিদগুলোয় রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
এসকল অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে বক্তৃতা, দোয়া, হামদ ও নাত পরিবেশন করা হয়।
ইস্তাম্বুলের মসজিদসমূহে ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপনকে তুর্কি নাগরিকরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে, বিশেষ করে ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদ যেমন সুলতান আহমেদ মসজিদ, আয়া সোফিয়া মসজিদ, সুলায়মানিয়া মসজিদ এবং ফতেহ মসজিদ। এসকল মসজিদে ধর্মপ্রাণ মুসলমানেরা অতি উৎসাহের সাথে উপস্থিত হয়েছেন। iqna