IQNA

কিরগিজস্তানে কুরআন প্রতিযোগিতা + টিজার

18:21 - December 25, 2021
সংবাদ: 3471184
তেহরান (ইকনা): কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মুসলিম রিলিজিয়াস অথরিটি (মুফতিয়াত) এবং দারুল কুরআন ধর্মীয় সংস্থা (উর্দু কুরআন)এর সহযোগিতায় জাতীয় নারী কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই প্রতিযোগিতার প্রাদেশিক নির্বাচন পর্যায়ের অনুষ্ঠান ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং ২৬শে ডিসেম্বরে চূড়ান্ত পর্যায়ের পর্ব অনুষ্ঠিত হবে।
 
উক্ত প্রতিযোগিতা মোট দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। ১৫ পারা কুরআন হেফজ এবং সম্পূর্ণ কুরআন হেফজ। প্রাদেশিক নির্বাচন পর্যায়ে শীর্ষস্থান অর্জনকারী কিরগিজ নারীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পারবে।
 
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ইমাম সারাখসি গ্র্যান্ড মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পূর্বে এখানে স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথের জন্য আন্তর্জাতিক কুরআন বসন্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
 
এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চারটি ওমরাহ সফর এবং নগদ পুরস্কার প্রদান করা হবে। iqna
 
captcha