IQNA

কারবালায় ১৫ই শাবানে জিয়ারতকারীদের নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা

22:34 - March 08, 2022
সংবাদ: 3471539
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালার নিরাপত্তা কর্মকর্তারা এই প্রদেশে ১৫ই শাবান উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর মাযার জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ পরিকল্পনার বিশদ বিবরণ ঘোষণা করেছেন।
কারবালা অপারেশন কমান্ড আজ, ৮ই মার্চ ১৫ই শাবান তথা যুগের ইমাম হযরত মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিলে অংশগ্রহণকারী জিয়ারতকারীদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনার বিশদ বিবরণ ঘোষণা করেছে।
 
অপারেশন কারবালার সরকারি মুখপাত্র ফাহিম আল-কারিতি বলেছেন যে, অপারেশনের কমান্ড ১৫ই শাবানে জিয়ারতকারীদের জন্য একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে, যা হবে অতি নিখুঁত এবং নিরবচ্ছিন্ন।
 
ফাহিম আল-কিরিটি গুরুত্বারোপ করে বলেছেন, অপারেশন কমান্ড অন্যান্য প্রদেশে সামরিক ইউনিট এবং পুলিশি কুকুরের সমর্থন চেয়েছেন।
 
তিনি বলেছেন যে প্রকল্পটি মূলত ১৫ই শা'বানের দুই দিন আগে শুরু হবে এবং কারবালা প্রদেশ থেকে জিয়ারতকারীদের প্রস্থানের মাধ্যমে শেষ হবে।
 
প্রতি বছর, নবী করিম (সা,)এর পূত পবিত্র আহলে বাইত (আঃ)এর ১২তম উজ্জ্বল নক্ষত্র  ইমাম মাহদী (আঃ)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কারবালায় ইমাম হুসাইন (আঃ)এর মাজার ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং ইমাম মাহদী (আঃ)এর বয়স অনুপাতে মোমবাতি জ্বালানো হয়। সেই হিসেবে এবছর ১১৮৭টি মোমবাতি জ্বালানো হবে।
 
এছাড়াও এই উপলক্ষে, হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)এর পবিত্র মাযার প্রাঙ্গণ ও দেয়ালে সজ্জিত করা হবে এবং দরজা ও দেয়ালে সুন্দর বাক্যাংশ সহ শিলালিপি ঝুলানো হবে। iqna
 

 

captcha