IQNA

জুমার নামাজের খতিব;

দাঙ্গার নেতাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে

20:36 - September 23, 2022
সংবাদ: 3472519
তেহরান (ইকনা):  তেহরানে অনুষ্ঠিত জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ আহমদ খাতামি বলেছেন: মাওলা আলী (আ.) প্রতারিতদের প্রতি সদয় ছিলেন, কিন্তু তিনি অপরাধের নেতাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। এখানে আমি জুমার নামাজে উপস্থিত বিচার বিভাগের প্রধানকে জনগণের পক্ষ থেকে বলছি যে, জনগণ চায় দাঙ্গার নেতাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ আহমদ খাতামি রাহবারের বিশেষজ্ঞ পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং অভিভাবক পরিষদের সদস্য তেহরানে জুমার নামাজের প্রথম খুতবায় সবাইকে তাকওয়া অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন: ইমাম আলী (আ.) নাহজুল বালাগার ১৮৩ নম্বর খুতবায় বলেছেন: "যে ব্যক্তি আল্লাহর জন্য তার গোপনীয়তা ও সম্মান বজায় রাখে, সে প্রলোভনে নিমজ্জিত হবে না এবং আল্লাহর প্রতি বিশ্বাসের আলোতে অন্ধকারে সঠিক পথ খুঁজে পাবে।"
প্রথম খুতবায় একেশ্বরবাদী বিষয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: এগুলি এমন বিষয় যা হৃদয়কে আলোকিত করে এবং আমাদের অন্তরে আল্লাহর প্রেম বৃদ্ধি করে।
তেহরানে জুমার নামাজের খতিব ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেন, ইসলাম ও ইরানের শত্রুরা সব সময় নানা ইস্যুকে অজুহাত করে দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়।
পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া ইরানি নারী মাহসা আমিনির মৃত্যুকে দুঃখজনক হিসেবে অভিহিত করে বলেন, একজন স্বদেশীর মৃত্যু দুঃখজনক। এ জন্য তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে কষ্ট সহ্য করার তৌফিক দান করুন।
আহমাদ খাতামি আরও বলেন, দেশের সব বিভাগ এ বিষয়টি দেখছে। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকারসহ সবাই এই বিষয়টি সঠিকভাবে দেখভাল করছেন। তাদের ওপর জনগণের বিশ্বাস রয়েছে। এ সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য ও ফলাফল জনগণকে জানানো হবে।
এরপর তিনি এই ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে নাশকতা ও সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়ে বলেন, বহু দিন ধরেই জনগণের শত্রুরা বিশৃঙ্খলা ও হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে আসছিল। তারা সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না। এবার এই ঘটনাকে সামনে পেয়ে এখন এটাকে অপব্যবহার করছে।  4087415
 
 
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha