IQNA

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গুলি, নিহত ৩

0:01 - May 25, 2023
সংবাদ: 3473793
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রে জনগণের ওপর গুলিবর্ষণ করে হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞ এক রকম নিত্য নৈমিত্তক বিষয় হওয়ার পাশাপাশি নাইট ক্লাবসমূহেও গুলি চালিয়ে হত্যাকাণ্ডও  ( হত্যাযজ্ঞ ) এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়ে যাচ্ছে ! কেন ? 
সম্ভবত নাইট ক্লাবে গুলিবর্ষণ নারী ঘটিত হতে পারে। আর গুলি বর্ষনের কারণ জানা যায় নি বলে পুলিশের বক্তব্য থেকে গুলিবর্ষণের ঘটনা কি নারী জনিত তা অস্পষ্ট থেকে যাচ্ছে । আর নাইটক্লাবে গুলিবর্ষণের হেতু নারী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভবত একই সুন্দরী যৌনাবেদনময়ী নারীর ওপর কয়েক জন কামাতুর পুরুষের লোলুপ লালসার দৃষ্টি হয়তো এ গুলিবর্ষণ ঘটার কারণ হতে পারে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নির্দিষ্ট নারীকে পাওয়া ও ভোগ করাকে কেন্দ্র করে । 
 
আবার মদ , নারী  মাতলামি ও যৌন উন্মাদনায় কারণে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এ ধরণের গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাইটক্লাব সমূহে কিছু দিন পর পর। যিনা - ব্যভিচার, নারী পুরুষের অবৈধ অবাধ যৌন সম্পর্ক ও মিলনের পরিণতি ঠিক এমনটাই হবে ।
 
এটাই হচ্ছে পাশ্চাত্য বস্তুবাদী ভোগবাদী সভ্যতা ও সংস্কৃতির প্রকৃত রক্ত লোলুপ বীভৎস্য চেহারা !! আর পশ্চিমাদের পাচাটা গোলাম ও দাসরা এই বস্তাপচা পুঁতি দুর্গন্ধময় পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির পক্ষে ওকালতি করছে ও তা প্রসারে চেষ্টা - তদবীরও চালাচ্ছে।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান, ৩ শাবান ১৪৪৪ হি।
 
captcha