IQNA

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৪৪টি দেশের ৯৯ জনের প্রতিযোগির অংশগ্রহণ

0:02 - February 16, 2024
সংবাদ: 3475113
ইকনা: ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান বলেন: শুরুতে, ১১০টি দেশ এই ইভেন্টে অংশগ্রহণের জন্য তাদের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেয়। বাছাই পর্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে 44টি দেশের 99 জন স্থান করে নেয়। ৯৯ জনের মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্ক এবং ছাত্ররা।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার 40 তম সংস্করণের সংবাদ সম্মেলন ১৪ই ফেব্রুয়ারি সকালে এনডাউমেন্টস এবং দাতব্য সংস্থার কোরআন বিষয়ক কেন্দ্রের প্রধান হামিদ মাজিদি মেহরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। 
ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রধান কার্যালয়ের প্রধান বলেছেন: গবেষকগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিগত শতাব্দীতে কোরআন এবং ইমামগণ (আ.)কে অনুসরণ করার ফলে মুসলমানেরা সাফল্য অর্জন করেছে।  অতএব, মানব জাতি যদি এই ঐশী গ্রন্থ এবং আহলে বাইত (আ.)কে আঁকড়ে ধরে তাহলে তাদেরকে উৎকর্ষের পথে ধাবিত করা হবে এবং এই বিষয়টি ঐশী গ্রন্থে বহুবার উল্লেখ করা হয়েছে।
আওকাফ ও চ্যারিটেবল অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের সেন্টার ফর কোরআনিক অ্যাফেয়ার্সের প্রধান বলেছেন: কুরআন প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য হল তেলাওয়াতের সমৃদ্ধ সংস্কৃতির প্রচার করা, যাতে সকলে প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর তেলাওয়াত শুনতে পারে এবং তাদের বোঝার গভীরতা বৃদ্ধি করতে পারে।
আওকাফ অ্যান্ড চ্যারিটেবল অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের সেন্টার ফর কোরআনিক অ্যাফেয়ার্সের প্রধান জোর দিয়েছেন যে প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য হল কুরআন এবং ইসলামী উম্মাহর ঐক্যকে ঘিরে জড়ো হওয়া। এ ব্যাপরে তিনি আরও বলেন: কুরআনের ব্যাপারে মুসলমানদের বিভিন্ন দল ও শ্রেণির মধ্যে কোনো পার্থক্য নেই। 
ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার 40তম সংস্করণের সদর দফতরের প্রধান আরও গাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন: "এক বই, এক জাতি, প্রতিরোধের একটি বই" এই বাক্যাংশের সাথে টুর্নামেন্টের স্লোগানটি প্রচলন করতে টুর্নামেন্টের স্লোগানে একটি বিভাগ যুক্ত করা হয়েছিল। প্রতিযোগিতার পোস্টারে একটি হীরার ছবি রয়েছে, যার অগ্রভাগ একটি লাল অংশ আছে। এই লাল অংশটি প্রতিরোধ গোষ্ঠীর প্রতীক যখন তারা দখলদার শাসকদের লক্ষ্যবস্তুতে আক্রমণ করে। হীরক প্রতীকটি কঠিন এবং মূল্যের প্রতীক।
এই ইস্যু অনুসারে, ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪০ তম সংস্করণটি হবে প্রতিরোধ ও গাজার শহীদদের স্মরণে। প্রতিযোগিতা চলাকালীন, ফিলিস্তিনের প্রতিনিধিরা ইরানে আসবে এবং আমরা প্রতিযোগিতার হলটিতে প্রতিরোধের প্রতীক রাখার চেষ্টা করব।
এই সংবাদ সম্মেলনের আরেকটি অংশে, অর্গানাইজেশন অফ এনডাউমেন্টস অ্যান্ড চ্যারিটিসের সেন্টার ফর কোরআনিক অ্যাফেয়ার্সের প্রধান বলেছেন: জাতীয় কোরআন প্রতিযোগিতার ৪০তম পর্ব 26 বাহমান তথা ১৫ই ফেব্রুয়ারি ইসলামী কাউন্সিলের স্পিকারের উপস্থিতিতে উদ্বোধন  হয়েছে। পূর্ববর্তী বছরের মতো এই বছরেও, এই প্রতযোগিতা ১৮ বছরের বেশি বয়সী নারী এবং পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে এবং  পুরুষদের ন্য সম্পূর্ণ কুরআন হেফজ, ক্বিরাতে তারতীল এবং ক্বিরাতে তাহকীক এবং নারীদের জন্য সম্পূর্ণ কোরআন হেফজ এবং ক্বিরাতে তারতীল ও হেফজ বিভাগ অনুষ্ঠিত হবে। এই বছর নতুন কিছু পর্ব থাকবে; বিশেষ করে,মা’রেফে কুরআন, মা’রেফে নাহজুল বালাগা, মা’রেফে সাহিফায়ে সাজ্জাদিয়া যোগ করা হবে।
তিনি যুক্ত করেছেন: আগামী ২১শে ফেব্রুয়ারি ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২২শে ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন:  আমাদের প্রতিযোগিতার তিনটি পর্যায় রয়েছে, প্রথম পর্যায়টি শনাক্তকরণ এবং স্ক্রীনিং যেখানে অনেক লোক উচ্চ পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করেছিল। এরপর, প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় এবং অবশেষে বিশ্বের ৪০টি দেশের ৯৯ জন ব্যক্তি 40তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে জায়গা করে নেয়। এই পরিসংখ্যানে ছাত্র বিভাগে 15টি দেশের 30 জনকে ছাত্রকে যুক্ত করতে হবে।

captcha