IQNA

আমি সাক্ষ্য দিচ্ছি: মা আমার হাত অনেকবার ধরে টেনে তুলে ধরেছেন...!

12:25 - January 21, 2025
সংবাদ: 3476740
ইকনা- আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হাশেমি গোলপাইগানি (র.) থেকে বর্ণিত: ‘‘কেবলার দিকে মুখ করে হাজারবার দরূদ প্রেরণ করুন এবং তা হযরত রুকাইয়া (সালামুল্লাহ আলাইহা)-এর আত্মার জন্য উপহার দিন। এরপর আল্লাহকে সেই হাজার দরূদের ওসিলা দিয়ে ডাকা হলে, ইনশাআল্লাহ, আপনার প্রার্থনা কবুল হবে। এটি বহুবার পরীক্ষিত।’’
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হাশেমি গোলপাইগানি (র.) থেকে বর্ণিত: ‘‘কেবলার দিকে মুখ করে হাজারবার দরূদ প্রেরণ করুন এবং তা হযরত রুকাইয়া (সালামুল্লাহ আলাইহা)-এর আত্মার জন্য উপহার দিন। এরপর আল্লাহকে সেই হাজার দরূদের ওসিলা দিয়ে ডাকা হলে, ইনশাআল্লাহ, আপনার প্রার্থনা কবুল হবে। এটি বহুবার পরীক্ষিত।’’
 
নাসিম হায়ে গিরাহ গুশা।
 
তাঁর এবং তাঁর পিতার (আয়াতুল্লাহ সাইয়্যেদ জামাল গোলপাইগানি রহঃ) কুনুতের দোয়া:
 
اللَّهُمَّ إِنِّی أَسْأَلُکَ الْأَمْنَ وَ الْإِیمَانَ بِکَ وَ التَّصْدِیقَ بِنَبِیِّکَ وَ الْعَافِیَةَ مِنْ جَمِیعِ الْبَلَاءِ وَ الشُّکْرَ عَلَی الْعَافِیَةِ وَ الْغِنَی عَنْ شِرَارِ النَّاسِ، صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَ صَلِّ عَلى وَلِیکَ وَ ابْنِ اَوْلِیاءِکَ، وَ بَلِّغْهُ مِنّا تَحِیةً وَ سَلامًا।
 
হে আল্লাহ! আমি আপনার কাছে নিরাপত্তা ও আপনার প্রতি ঈমান, আপনার নবীর প্রতি বিশ্বাস, সকল বিপদ থেকে সুস্থতা, সুস্থতার জন্য কৃতজ্ঞতা এবং খারাপ মানুষের থেকে অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। মুহাম্মদ স. ও তাঁর পরিবার এবং আপনার ওলির এবং আপনার আউলিয়াগণ এর সন্তান এর প্রতি দরূদ ও সালাম প্রেরণ করুন এবং তাঁর  নিকট আমাদের সালাম ও অভিবাদন পৌঁছে দিন।
 
নাসিম হায়ে গিরাহ গুশা।
 
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হাশেমি গোলপাইগানির র. উইল:
‘‘...আমি সাক্ষ্য দিচ্ছি, আমার মালিক এবং আমার মা, যাকে অত্যাচার করা হয়েছিল, যার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং যার পাঁজর ভেঙে দেওয়া হয়েছিল, তিনি আমাকে বহু কঠিন পরিস্থিতি এবং পরীক্ষার সময় রক্ষা করেছেন। যখন আমি অসহায় এবং সম্পূর্ণরূপে নিরুপায় ছিলাম, তখন তিনিই আমার হাত ধরেছিলেন...।’’
 
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হাশেমি গোলপাইগানির  (র.) মৃত্যুবার্ষিকীতে, তাঁর এবং তাঁর পিতার রুহের প্রতি দরূদ প্রেরণ করুন।
 
ইসলামী_সংস্কৃতি_জীবনধারা_তিব্ব

 

captcha