
হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করতে সৌদি আরব দিন দিন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সৌদি সরকার যেমন সহজে হাজিদের কাছে সেবা পৌঁছে দিতে পারছে, তেমনি হজযাত্রীরাও সহজে হজের বিধানগুলো পালন করতে পারছেন। হজ ব্যবস্থাপনায় ব্যবহৃত কয়েকটি আধুনিক প্রযুক্তির বিবরণ দেওয়া হলো—
১. মানারাহ২ : এটা হলো একটি এআই রোবট, যা ২০টি ভাষায় হজযাত্রীদের সেবা প্রদান করে। স্থানীয় সময় ও ঠিকানা খুঁজে পেতে সাহায্য করে মানারাহ২।
২. নুসুখ কার্ড ও অ্যাপ : নুসুখ হলো হজযাত্রীদের স্মার্ট পরিচয়পত্র। এই কার্ডে হজযাত্রীর ছবি, পরিচয় ও অবস্থানস্থলের তথ্য থাকে। ফলে কেউ হারিয়ে গেলে সহজেই তাঁকে শনাক্ত করা যায়। নুসুখ অ্যাপ হলো নুসুখ কার্ডের ডিজিটাল ভার্সন।
এই অ্যাপের মাধ্যমে পবিত্র রওজা জিয়ারতের শিডিউল বুকিং করা যায়। এ ছাড়া এ ব্যাপারে হেরেমের কোরআন তিলাওয়াত শ্রবণ, কোরআন ও হাদিস পাঠ, জিকির ও দোয়া পাঠ করা যায়। আরো আছে, অ্যালার্ম ঘড়ি ও ডিজিটাল তাসবিহ। নুসুখ অ্যাপের মাধ্যমে কিবলা নির্ধারণ ও মসজিদের অবস্থা জানা যায়।
মক্কা ও মদিনা মসজিদের খুতবার লাইভ শোনা যায়।
৩. আরশিদনি : আরশিদনি অর্থ আমাকে পথ দেখান। আরশিদনি মূলত একটি স্মার্ট প্ল্যাটফর্ম। আর এর মাধ্যমে হজযাত্রীরা নিকটস্থ বাসস্টপেজ ও কাঙ্ক্ষিত বাসের সময়সূচি জানতে পারেন।
৪. তাওয়াকলনা : মোবাইল ফোনে ব্যবহারযোগ্য অ্যাপ।
এই অ্যাপে হজযাত্রী নিজের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রী নির্ধারিত অঞ্চলের ভেতর চলাচলের জন্য গাড়ি বুকিং দিতে পারেন।
৫. স্মার্ট ব্রেসলেট : হজযাত্রীরা মক্কা বা মদিনায় প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁদের স্মার্ট ব্রেসলেট পরিধান করানো হয়। এই ব্রেসলেট স্ক্যান করলে নিরাপত্তাকর্মীরা সহজেই হজযাত্রীর অবস্থান সম্পর্কে জানতে পারবেন। পূর্বে ব্রেসলেট ক্যাম্প ও হোটেলনির্ভর হলেও বর্তমানে তাতে প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্যবিষয়ক জরুরি তথ্য অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। যেন ব্রেসলেটধারী ব্যক্তি কোথাও অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া যায়।
৬. ই-ট্র্যাক সিস্টেম : ই-ট্র্যাক সিস্টেম হলো সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ ব্যবস্থাপনা। যার মাধ্যমে একজন হজযাত্রীর সৌদি আরবে প্রবেশ থেকে নিজে দেশে ফিরে যাওয়ার পর্যন্ত গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এর মাধ্যমে মূলত ভিড়ের জায়গাগুলোতে সংখ্যা নির্ণয় ও তার ভিত্তিতে পরিষেবা নিশ্চিত করা হয়।
৭. স্মার্ট হজ অ্যাপস : হাজিদের হজযাত্রাকে সহজ করতে সৌদি আরব সরকার একাধিক স্মার্ট অ্যাপ তৈরি করেছে। যেমন—
ক. হজ ন্যাভিগেটর : এটাকে হজবিষয়ক একটি সেরা অ্যাপ মনে করা হয়। এতে মক্কা-মদিনাসহ পবিত্র স্থানগুলোর ডিজিটাল মানচিত্র রয়েছে। মানচিত্রগুলোতে হোটেল, জরুরি পরিষেবার স্থান ও প্রধান প্রধান সড়ক চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া মিনা ও আরাফায় প্রত্যেক দেশের ক্যাম্পের এরিয়াও এতে চিহ্নিত করা আছে। ফলে কেউ পথ ভুল করলে সহজেই হজ ন্যাভিগেটর ব্যবহার করে ঠিকানায় পৌঁছতে পারবেন।
খ. তারজুমান : এই অ্যাপটি রাস্তা ও মোড়ে ব্যবহৃত চিহ্নগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে। ইন্টারনেট সংযোগ ছাড়াও এটি ব্যবহার করা যায়।
গ. মাকসাদ : অ্যাপটি ব্যবহার করে হজযাত্রী মসজিদুল হারামের ঠিক কোথায় অবস্থান করছেন এবং তাঁর নির্ধারিত ঠিকানায় যাওয়ার পথ কোনটি তা চিহ্নিত করতে পারেন। এটিও ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যায়।
ঘ. মানাসিকানা : এই অ্যাপের মাধ্যমে জনপ্রিয় মসজিদ, শপিং সেন্টার ও রেস্টুরেন্টের অবস্থান ও রাস্তা জানা যায়।
ঙ. আরাফাত সেরমন : এই অ্যাপ ব্যবহার করে আরাফাতের খুতবা শোনা ও দেখা যাবে। অনুবাদ শোনা যাবে পাঁচ ভাষায়। তা হলো, ইংরেজি, ফ্রেন্স, ফারসি, মালয় ও উর্দু।
চ. আরো কিছু অ্যাপ : হজবিষয়ক আরো কয়েকটি অ্যাপ হলো ফাতাওয়াবিষয়ক অ্যাপ মুতাওয়িফ, জমজম পানির অবস্থানবিষয়ক অ্যাপ তারবিয়্যাহ, স্বাস্থ্যবিষয়ক অ্যাপ সিহাহ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আসাফনি অ্যাপ।
৮. এআই ক্রাউড ম্যানেজমেন্ট : ২০২২ সাল থেকে সৌদি সরকার এআই ক্রাউড ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার শুরু করে। এই ব্যবস্থাপনার অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভিড় বিশ্লেষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। এর ফলে মিনায় পাথর নিক্ষেপের মতো প্রচণ্ড ভিড়ের স্থানে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
তথ্যঋণ : সৌদি পিডিয়া, সোল অব সাউদি
ও আনাদুলু এজেন্সি