IQNA

হজ তামাত্তু: আরাফাত ও জামারাতের পথে ঈমানের এক বিশাল প্রদর্শনী

9:54 - June 09, 2025
সংবাদ: 3477535
ইকনা- হজ্জ মৌসুমে, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ্জ তামাত্তুর আনুষ্ঠানিকতা পালন করেন, যার মধ্যে রয়েছে আল্লাহর ঘর তাওয়াফ করা এবং সাফা ও মারওয়ার মধ্যে দৌড়ানো, আরাফাতে দাঁড়ানো, মাশ'আরে রাত্রিযাপন করা, মিনায় কুরবানী করা এবং জামারাতে পাথর নিক্ষেপ করা, যা ঈমান, দাসত্ব এবং ইসলামী ঐক্যের এক অনন্য প্রকাশ প্রদর্শন করে।
 
 
captcha