ইকনা সূত্রে আল-কুদস আল-আরাবি জানিয়েছে, জেরুজালেমের ইসলামিক ওয়াক্ফ প্রশাসন ঘোষণা করেছে যে, আজকের জুমার নামাজে প্রায় ৪৫ হাজার মানুষ অংশ নিয়েছেন এবং তাঁরা গাজা ও পশ্চিম তীরে শহীদদের স্মরণ করেছেন।
ইসরায়েলি বাহিনী মুসল্লিদের মসজিদুল আকসায় প্রবেশে বাধা দেয়, পুরনো শহরের প্রবেশপথে তাদের আটকে হদয়তপত্র পরীক্ষা করে এবং অনেককে মসজিদে প্রবেশ করতে দেয়নি। প্রধান প্রবেশদ্বারগুলোতে, বিশেষ করে বাবুস-সিলসিলা, বাবুল-আমুদ ও বাবুল-আসবাত এলাকায় প্রচণ্ড ভিড়ের খবর পাওয়া গেছে।
শাইখ আক্রমা সাবরি, মসজিদুল আকসার খতিব, জুমার খুতবায় জোর দিয়ে বলেন: “পবিত্র স্থান ও মসজিদগুলোর হেফাজত করা, যার মধ্যে মসজিদুল আকসা বিশেষভাবে অন্তর্ভুক্ত, আমাদের উপর অর্পিত মহান আমানত, যেটি সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) আমাদের ওসিয় করেছেন।”
তিনি আরও বলেন: “আমাদের কর্তব্য হলো এই স্থানকে সংরক্ষণ ও উন্নত করা, সর্বদা এখানে উপস্থিত হওয়া, নামাজ ও ইবাদতের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য আসা এবং ধারাবাহিকভাবে এখানে ধর্মীয় অনুশাসন পালন করা।”
ইহুদি উগ্রপন্থীদের হামলার নিন্দা
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসরায়েলি পুলিশি তত্ত্বাবধানে উগ্রপন্থী ইহুদিদের মসজিদুল আকসায় হামলা ও উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার-এর রিপোর্ট অনুযায়ী, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড জেরুজালেম ও এর পবিত্র স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থার প্রকাশ্য লঙ্ঘন এবং ইসরায়েলের মসজিদুল আকসার উপর কোনো সার্বভৌমত্ব নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি জোর দিয়ে বলেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েলের এক নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা—যার মাধ্যমে সময় ও স্থানভিত্তিক বিভাজন চাপিয়ে দেওয়া হচ্ছে।
জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলকে বাধ্য করার দাবি জানিয়েছে—যাতে তারা জেরুজালেমে ইসলামী ও খ্রিস্টীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে, পশ্চিম তীরে সৃষ্ট সংকট প্রশমিত করে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ থামায়।
আল-মাজালি আরও জোর দিয়ে বলেন, মসজিদুল আকসা যার পরিমাণ ১৪৪ দুনুম, একান্তভাবে মুসলমানদের ইবাদতের স্থান, এবং এর প্রশাসন ও ব্যবস্থাপনার বৈধ ও একক দায়িত্ব জর্ডানের আওতাধীন ইসলামিক ওয়াক্ফ ও মকদাসাত মন্ত্রণালয়ের। 4308527#