IQNA

হালাল শিল্পে মালয়েশিয়া ও ভিয়েতনামের সহযোগিতা জোরদার

0:02 - September 21, 2025
সংবাদ: 3478104
হ্যানয়–কুয়ালালামপুর, ইকনা: ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়া ও ভিয়েতনাম হালাল শিল্পে সহযোগিতা জোরদার করছে। এর অংশ হিসেবে ভিয়েতনামে একটি শিল্প নগরী গড়ে তোলা হবে এবং আসিয়ান (ASEAN)-এর অধীনে একটি হালাল কাউন্সিল গঠন করা হবে।

বারনামা নিউজ এজেন্সির বরাতে ইকনা জানায়, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ত্রান হুং হা বলেন: ভিয়েতনামে শিল্প নগরী স্থাপনের এই প্রস্তাব মালয়েশিয়ার গত ৫০ বছরের হালাল সার্টিফিকেশন অভিজ্ঞতা এবং ভিয়েতনামের শক্তিশালী কৃষি খাতের সক্ষমতাকে কাজে লাগাবে।

তিনি মালয়েশিয়া সফরের সময় কুয়ালালামপুরে আয়োজিত ৪৬তম আসিয়ান আন্তঃসংসদীয় পরিষদ (AIPA) অধিবেশনে অংশ নেন এবং মালয়েশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি-র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ত্রান হুং হা বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, হালাল শিল্পে উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে মালয়েশিয়া অগ্রগামী অবস্থানে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, “ভিয়েতনামের কৃষি খাত অত্যন্ত শক্তিশালী। আমরা বিপুল পরিমাণ কৃষিপণ্য, বিশেষ করে চাল, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করি যা অনেক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।

ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী জানান, আসিয়ানের অধীনে মালয়েশিয়ার নেতৃত্বে একটি হালাল কাউন্সিল গঠনের প্রস্তাবে ভিয়েতনাম সম্মতি দিয়েছে। ভিয়েতনাম এই কাউন্সিলের সদস্য হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে আঞ্চলিক স্বীকৃত হালাল সার্টিফিকেশন ব্যবস্থার আওতায় হালাল পণ্য উৎপাদনে কাজ করবে।

 

মালয়েশিয়া হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ। ২০২৪ সালে দেশটি হালাল শিল্পে ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। মালয়েশিয়ার হালাল সার্টিফিকেট এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ডেড ট্রেডমার্কে পরিণত হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় হালাল সার্টিফিকেশন শুরু হয় ১৯৭৪ সালে। সে সময় রাজপরিবার ও সরকার পণ্যসমূহের হালাল মান নিয়ন্ত্রণ ও ভোক্তাদের আস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এই উদ্যোগ মুসলিম ভোক্তাদের অধিকার সুরক্ষা ও ইসলামী শরিয়াহ অনুযায়ী ভোগ্যপণ্যের নিশ্চয়তার লক্ষ্যে গ্রহণ করা হয়।

এরপর থেকে সার্টিফিকেশন প্রক্রিয়া ক্রমান্বয়ে আধুনিক, কঠোর ও বহুমুখী হয়ে ওঠে এবং পণ্য ও সেবার বিস্তৃত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। আজ মালয়েশিয়া বিশ্বব্যাপী হালাল মান ও সার্টিফিকেশনের অগ্রণী দেশ হিসেবে স্বীকৃত। 4305978#

 

captcha