IQNA

আলে আল-বাইত (আ.) ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন:

"জাইনুল আসওয়াত" শিরোনামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

18:57 - October 01, 2025
সংবাদ: 3478170
ইকনা- আলে আল-বাইত (আ.) ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলী ইসলামী কোরআন প্রতিযোগিতা জাইনুল আসওয়াত সম্পর্কিত ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, এই প্রতিযোগিতা শুধু জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়; চলমান ধাপ শেষ হলে আমরা এর আন্তর্জাতিক পর্বও আয়োজন করবো।

তিনি ইকনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শিয়া মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানীর ইরানে প্রতিনিধি সবসময় ধারাবাহিক কোরআনী কার্যক্রম পরিচালনা এবং এ ক্ষেত্রে প্রতিভাবানদের মর্যাদা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন।

মোহাম্মদ আলী ইসলামী আরও বলেন, "সময় এসেছে যাতে এই কয়েক দশকের কোরআনী কার্যক্রমের ফলাফল দৃশ্যমান হয়। আমরা আশা করি এই প্রতিযোগিতা উচ্চমানের ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হবে। তবে আমাদের দায়িত্ব কেবল প্রতিযোগিতা আয়োজনেই সীমাবদ্ধ নয়।"

তিনি জানান, ২০১৯ সাল থেকে ইনস্টিটিউটটি কোরআনী প্রতিভা গড়ে তোলা এবং তাদের সমর্থনের কাজ শুরু করেছে। প্রথমদিকে প্রায় ৫০ জন পূর্ণ হাফেজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা বর্তমানে ২০০ জনের বেশি হয়েছে। এর উদ্দেশ্য হলো তাদেরকে "হাফেজ মুবাল্লিগ" এবং "কারি মুবাল্লিগ" হিসেবে গড়ে তোলা, যাতে তারা বিশ্বব্যাপী শিয়া মাযহাব ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিত্ব করতে পারে।

তিনি আরও বলেন, "আমাদের প্রচেষ্টা একটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিশ্চিন্ত পরিবেশ সৃষ্টি করা যাতে অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য কোরআনের সান্নিধ্যে থাকা একটি মধুর ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।"

মোহাম্মদ আলী ইসলামী কোরআন প্রতিযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ প্রচার ও প্রচারণামূলক হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে মানুষের সাথে কোরআনের সম্পর্ক দৃঢ় হবে এবং কারিদের মাঝে আরও প্রেরণা সৃষ্টি করবে।

তিনি এ প্রতিযোগিতা আয়োজনে ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক সংস্থা, সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রণালয়, কোম প্রদেশের গভর্নর অফিস এবং পৌরসভার সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন: "কোম পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিযোগিতা চলাকালে পুরো শহরকে কোরআনী পরিবেশে সাজিয়ে তুলবে।"

সবশেষে তিনি জানান, "এই প্রতিযোগিতা শুধু জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়; বর্তমান ধাপ শেষ হলে আমরা আন্তর্জাতিক পর্বও গুরুত্বসহকারে আয়োজন করবো।" 4307368#

 

captcha