
ইকনা সূত্রে জানা যায় — সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা (ওয়াস) জানায়, লাইব্রেরিটি হজ এবং মক্কা-মদিনার দুই পবিত্র হারাম সম্পর্কিত বহু বিরল ঐতিহাসিক নিদর্শন ও আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে ইসলামী বিশ্বে বৈশ্বিক আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরছে।
এই উদ্যোগের অংশ হিসেবে রিয়াদে লাইব্রেরিটিতে ডকুমেন্টারি চলচ্চিত্র “The Greatest Journey: Hajj to Makkah; In the Footsteps of Ibn Battuta” প্রদর্শিত হয়েছে। দুই হাজারেরও বেশি কর্মী ও ২৪টি দেশের অংশগ্রহণে নির্মিত চলচ্চিত্রটি আধুনিক যুগের হজের দৃশ্য ও চতুর্দশ শতকের বিখ্যাত পর্যটক ইবন বতুতার হজযাত্রার ইতিহাসকে এক সুদৃঢ় বর্ণনায় উপস্থাপন করেছে।
আইম্যাক্স প্রযুক্তিতে নির্মিত এই চলচ্চিত্রটি নিউইয়র্ক, প্যারিস, লন্ডন, জাকার্তা এবং দুবাইসহ বিভিন্ন শহরে প্রদর্শিত হয়েছে এবং ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
লাইব্রেরিতে আরও রয়েছে মক্কা-মদিনার হারাম ও সৌদি আরবের অন্যান্য অঞ্চলের বিরল ঐতিহাসিক আলোকচিত্রের সংগ্রহ, যেগুলো তুলেছেন বিখ্যাত আলোকচিত্রী —মোহাম্মদ সাদেক পাশা, আহমদ পাশা হেলমি, হাজ আহমদ মারজা এবং হুম্বার্তো দা সিলভেইরা
এই মূল্যবান ছবিগুলো আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং পবিত্র ভূমির ইতিহাস ও সাংস্কৃতিক পরিবর্তনের একটি অনন্য দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। 4316353