IQNA

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন অব্যাহত

২ ফিলিস্তিনি কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর: প্রতিরোধ ফ্রন্টের প্রতিক্রিয়া

0:01 - November 15, 2025
সংবাদ: 3478433
ইকনা -ফিলিস্তিনি সূত্রগুলো আজ (শুক্রবার) জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সকালে ইসরাইলি সেনারা একইসাথে নাবলুস, তুলকারাম, রামাল্লাহ, তুবাস, কালকিলিয়া শহরসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায়। নাবলুসে বিশেষ করে ওল্ড সোলজার ক্যাম্পে, দখলদার বাহিনী গুলি চালায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তারা ফিলিস্তিনীদের বাড়িঘরে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর: হামাস এবং ইসলামি জিহাদের প্রতিক্রিয়া

পশ্চিম তীরের হেবরন শহরে দুই ফিলিস্তিনি যুবকের শহীদ হওয়ার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এই ঘটনাকে 'জঘন্য অপরাধ' এবং দখলদার বাহিনীর বর্ণবাদী নীতির ফলাফল বলে অভিহিত করেছে সংগঠনটি। ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলন পশ্চিম তীরের বেইত আমের গ্রামের দক্ষিণে দুই ফিলিস্তিনি কিশোরকে শহীদ করার মতো ইসরাইলি সেনাবাহিনীর পদক্ষেপকে প্রকাশ্য হত্যাকাণ্ড এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

পশ্চিম তীর এবং লেবাননে আগ্রাসণের জন্য ইসরাইলি সেনাবাহিনীর মহড়া

তথাকথিত 'সিংহের গর্জন' মহড়ার আওতায় পশ্চিম তীর এবং লেবাননে আগ্রাসণের জন্য ইসরাইলি সেনাবাহিনীর সম্মিলিত মহড়া ৩ দিন ধরে চলছে এবং আজ শেষ হবে। 'ইয়াহুদা ও সামেরা' এবং 'গিলিয়দ ৯৬' নামের দুটি ইউনিটের অংশগ্রহণে শুরু হয়েছে মহড়াটি। ৪০টিরও বেশি সম্ভাব্য পরিস্থিতি এবং প্রকৃতপক্ষে পশ্চিম তীরে ব্যাপক আক্রমণের জন্য অনুষ্ঠিত হয়েছে এই মহড়া। দক্ষিণ বা সমগ্র লেবাননে সংঘাত ও অভিযান চালানো এই মহড়ার মূল লক্ষ্য।#পার্সটুডে

captcha