IQNA

অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্ব অনুমোদন করেছে জাতিসংঘ

0:01 - November 15, 2025
সংবাদ: 3478434
-জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্ব সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক কমিটি একটি প্রস্তাব অনুমোদন করেছে যা ইসরাইল অধিকৃত অঞ্চলগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্বের উপর জোর দেয়।

এই প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে ওই সম্পদ লুণ্ঠন বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

জি-৭৭ ও চীন জোটের উদ্যোগে এই প্রস্তাবটি পেশ করা হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নসহ কানাডার সকল সদস্য রাষ্ট্রের ইতিবাচক ভোট মিলিয়ে ১৫২ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠ রায়ে গৃহীত হয়েছে।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, পাপুয়া নিউ গিনি, পালাউ, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং ইহুদিবাদী ইসরাইলসহ মাত্র আটটি দেশ এর বিরোধিতা করে এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবটিতে জোর দেওয়া হয়েছে যে যুদ্ধকালীন বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা সম্পর্কিত জেনেভা কনভেনশন এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে।#পার্স টুডে

captcha