
আল-জাজিরার বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননগামী বিমানে প্রথম সাংবাদিক সম্মেলনে পোপ বলেন:
“ইসরায়েল বর্তমানে দুই-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করছে, অথচ এটিই চলমান সংঘাতের একমাত্র টেকসই সমাধান।”
গত মে মাসে পোপ নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। তুরস্কের পর লেবানন তাঁর দ্বিতীয় গন্তব্য। ৪৮ ঘণ্টার এ সফরে তিনি রবিবার বিকেলে বৈরুতে পৌঁছান এবং লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ও সংসদের স্পিকার নবীহ বেরির সঙ্গে বৈঠক করেন।
লেবাননের জনগণের উদ্দেশে পোপ বলেন:
“তোমরা এমন এক জাতি যারা কখনো হার মানো না। কঠিন সময়েও তোমরা ধৈর্য ধরো এবং নতুন করে জেগে ওঠো। তোমাদের দেশ বৈচিত্র্যময়, কিন্তু আশার ভাষাই তোমাদের একত্রিত করে।”
তিনি আরও বলেন:
“কিছু ক্ষত এমন গভীর যে, তাৎক্ষণিক চিকিৎসা না করলে প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্তক্ষরণ চলতে থাকে। ভালো যেখানে মন্দের ওপর বিজয়ী হয়, সেখানেই কেবল সত্যিকারের পুনর্মিলন সম্ভব। শান্তিকামী মানুষ পালায় না; তারা থেকে যাওয়ার সাহস দেখায়, যদি ত্যাগের প্রয়োজন হয়। শান্তি কেবল ঐতিহাসিক ও ভৌগোলিক বন্ধনের ওপরই প্রকৃত অর্থে ফুটে উঠতে পারে।” 4320123#